Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ এপ্রিল ২০১৭

খুলনায় উপকূলের কথা অনুষ্ঠানের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-04-23

ইমপ্লিমেন্টেশন অফ রুরাল রেডিও ইনিশিয়েটিভ (আরআরআই) আন্ডার কোষ্টাল ক্লাইমেট রিসাইনমেন্ট ইনফ্রাসটাকচার প্রজেক্ট (সিসিআইআরপি) উদ্যোগে গত ২২ এপ্রিল সকাল ১০টায় ডিএই, খামারবাড়ি, খুলনার কনফারেন্স রুমে বাংলাদেশ বেতার খুলনায় প্রচারিত উপকূলের কথা অনুষ্ঠানের উপর রিজিওনাল ট্রেনিং ওর্য়াকশপ অন কনটেন্ট এনালাইসিস এন্ড ইভাল্যুইশন র্শীষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্য রঞ্জন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষি তথ্য সার্ভিস,খামারবাড়ি, ঢাকার উপপরিচালক (গণ যোগাযোগ) কৃষিবিদ ড.জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএই খুলনার উপপরিচালক কৃষিবিদ মো. আব্দুল লতিফ, উপপ্রকল্প পরিচালক সিসিআইআরপি প্রকৌশলী সৈয়দা আসমা খাতুন, বাংলাদেশ বেতার খুলনার উপআঞ্চলিক পরিচালক মো. শহীদুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকার তথ্য অফিসার (কৃষি) কৃষিবিদ মোহাম্মদ মঞ্জুর হোসেন ও আঞ্চলিক বেতার কৃষি অফিসার, খুলনা কৃষিবিদ মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আরআরআই-সিসিআইআরপি’র লিড কমিউনিকেশন কনসালটেন্ট মো. সাইফুদ্দিন আহমেদ সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে ডিএই অতিরিক্ত পরিচালক, খুলনা অঞ্চল বলেন, আমাদের দেশের আবহাওয়া বৈচিত্রময়। দেশের একটা বৃহৎ অংশ উপকূল জুড়ে অবস্থিত। উপকূলীয় অঞ্চলে লবন পানির প্রভাবে ফসল যেমন নষ্ট হয় আবার লবন পানিতে সাদা সোনা চিংড়ির চাষও ভাল হয়। লবন ও মিঠা পানিকে কাজে লাগিয়ে আমাদের সামগ্রিক উৎপাদন বাড়াতে হবে। কৃষি তথ্য সার্ভিস বিভিন্ন সময় চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করে আমাদের কৃষক ভাইদেরকে সমৃদ্ধ করছেন। তিনি আরো বলেন, বাংলাদেশ বেতার, খুলনায় প্রচারিত উপকূলের কথা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের উপকূলীয় কৃষি আরো সমৃদ্ধ হবে। অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের কতটুকু উপকার হয়েছে তা সঠিকভাবে পর্যালোচনা করতে পারলে এ অনুষ্ঠান আরো প্রিয় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এলজিইডি, কৃষি তথ্য সার্ভিস, সিডিসি ও ইফাদ এর অর্থায়নে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ বেতার, রেডিও নলতা, রেডিও সুন্দরবন, এলজিইডি ও কৃষি তথ্য সার্ভিস, খুলনার মোট ৩০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।